রংপুর: সাংবাদিকতার উন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার নিয়ে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা কমিটি।
রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক এস. আর. রতন ও সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক স্বাধীন-এর প্রস্তাবনায়,
সাপ্তাহিক গণকথা পত্রিকার সম্পাদক ও এডভোকেট শফিকুল ইসলাম সান্টু-কে সভাপতি,
প্রভাষক ও সাংবাদিক কামরুজ্জামান সাহু-কে সাধারণ সম্পাদক,
এবং সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ-কে সিনিয়র সহ-সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
কমিটি ঘোষণার পর আনন্দঘন পরিবেশে কুড়িগ্রাম জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ও কচাকাটা থানা কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলা তথা দেশব্যাপী সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।