October 23, 2025, 10:27 pm
শিরোনাম :
নওগাঁ সদরের হাঁসাইগাড়ী বিলে ফুটে আছে গোলাপি রঙের পদ্ম ফুল বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা নওগাঁয় তারুণ্যের উৎসব; পরিবেশ রক্ষা ও চিত্রাঙ্কনে শিক্ষার্থীদের অংশগ্রহণ মান্দায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ আইয়ুব বাচ্চুকে যেমন দেখেছেন গীতিকারেরা মাহি ফিরছেন জাজে, দেখা যাবে ‘অন্তর্যামী’ সিনেমায় সাত মাস পর ফিরে কোহলির সপ্তম শূন্য দোহা শান্তি আলোচনা: অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান, জাল জব্দ শাহজালালে আগুন: ২০ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

নওগাঁয় তারুণ্যের উৎসব; পরিবেশ রক্ষা ও চিত্রাঙ্কনে শিক্ষার্থীদের অংশগ্রহণ

নিজেস্ব প্রতিবেদক

অদ্য বুধবার (২৩ অক্টোবর ২০২৫) “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে নানা বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দিনের শুরুতে উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা একযোগে খেলার মাঠ পরিষ্কার অভিযান পরিচালনা করেন।

পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে “গ্রিন স্কুল ক্যাম্পেইন”-এর অংশ হিসেবে বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করা হয়। এর পরপরই শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘পরিবেশ ও প্রকৃতি’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে পরিবেশের সৌন্দর্য, প্রকৃতির ভারসাম্য ও সংরক্ষণের বার্তা তুলে ধরে।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন, কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিজ আঞ্জুয়ারা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় তারুণ্যের উৎসব-২০২৫ এর কর্মসূচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা