সাত বলেও রান করতে না পেরে হয়তো একটু অস্থির হয়ে উঠেছিলেন ভিরাট কোহলি। স্টাম্পের বেশ বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে দিলেন তিনি শরীরের বেশ দূর থেকেই। বল উড়ে গেল পয়েন্টের দিকে। বাঁদিকে ঝাঁপিয়ে পুরো শরীর শূন্যে ভাসিয়ে দুই হাতে মুঠোবন্দি করলেন কুপার কনোলি। মিচেল স্টার্কের বলে আউট হয়ে কোহলি ফিরলেন মাধা নিচু করে।
সাত মাস পর ভারতের হয়ে খেলতে নেমে কিংবদন্তি কোহলি পেলেন ওয়ানডে ক্যারিয়ারের সাত নম্বর শূন্যের স্বাদ।
ভারতের হয়ে এখন আর টি-টোয়েন্টি বা টেস্ট, কিছুই খেলেন না কোহলি। তার আন্তর্জাতিক ক্রিকেটার পরিচয় টিকে আছে কেবল ওয়ানডেতেই। গত মার্চের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছিল তার সবশেষ ম্যাচ। সাত মাসের বেশি সময় পর দেশের জার্সিতে ফেরার ম্যাচটি সুখকর হলো না তার জন্য।