ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ২০ ঘণ্টা পর সেখানে ধোঁয়া উড়তে দেখা গেছে।
রোববার সকাল ১০টার দিকে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম রোববার সকাল সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও আগুন নির্বাপণ করা সম্ভব হয়নি। নির্বাপণ করতে কতো সময় লাগতে পারে, সেটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।”