প্রায় এক দশক পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
‘অন্তর্যামী’ নামের এক সিনেমার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যে সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।
ফেইসবুকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, “অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে ‘অগ্নি-২’ সিনেমার পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা ‘অগ্নি’ না, কারণ অগ্নি ছিল প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হল বেঁচে থাকার সংগ্রামের সিনেমা। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।”