October 23, 2025, 7:28 am

পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান, জাল জব্দ

Reporter Name

‎পিরোজপুরের কাউখালী উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে নৌবাহিনী।

শনিবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধজাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম জানান।

এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ থেকে ২৫ অক্টোবর দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা জাল আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে পুড়িয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা